শ্বেতাঙ্গ কৃষকদের 'নির্যাতনের' অভিযোগে আসন্ন দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৭ নভেম্বর) ট্রাম্প সোশালে দেয়া একটি পোস্টে তিনি এ কথা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেই সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে এবার কোনো মার্কিন সরকারি কর্মকর্তাই এতে অংশ নেবেন না।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও সম্মেলনে যাওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের জেরে তিনিও সফর বাতিল করেন।
ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু শ্বেতাঙ্গ কৃষকদের ওপর দমন নিপীড়নের অভিযোগ করে আসছে। কিন্তু ট্রাম্পের আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাপোশা।
টিএম/টিএ