দুলকার সালমানের নতুন ছবি ‘কান্তা’র ট্রেলার প্রকাশের পর থেকেই উত্তাল সামাজিক মাধ্যম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেলারের ভিউ সংখ্যা ছাড়িয়েছে প্রত্যাশা, সিনেমাপ্রেমীদের উচ্ছ্বাসে ভরে উঠেছে নেটদুনিয়া। গল্প, আবেগ আর চরিত্রের সংঘাত সব মিলিয়ে দুলকারের এই ছবিকে বলা হচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা। আগামী ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে দুলকার সালমান বলেন, ‘কান্তা শুধু একটি সিনেমা নয়, এটি এক অভিজ্ঞতা যা প্রেক্ষাগৃহেই দেখা উচিত।’ তিনি ছবির গল্পের মান তুলনা করেন নিজের বহুল প্রশংসিত সিনেমা ‘মহানতি’র সঙ্গে। পরিচালক সেলভামণি সেলভারাজ বাস্তব ঘটনার অনুপ্রেরণায় গড়ে তুলেছেন এক কাল্পনিক জগৎ, যেখানে অহং, শিল্প ও আবেগ একসূত্রে বাঁধা।
সহঅভিনেতা ও সহপ্রযোজক রানা দাগ্গুবতিও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দুলকারকে। তিনি তাঁকে অভিহিত করেছেন ‘নট চক্রবর্তী’ হিসেবে একজন এমন অভিনেতা যিনি চরিত্রে প্রাণ সঞ্চার করতে জানেন। ট্রেলার লঞ্চে ভক্তদের উচ্ছ্বাস, নির্মাতাদের আত্মবিশ্বাস আর ছবির আবহে স্পষ্ট ‘কান্তা’ হবে এক চলচ্চিত্রিক শ্রদ্ধার্ঘ্য, যেখানে মিশে আছে উত্তরাধিকার, নাটকীয়তা আর আবেগের সুর।
ভাগ্যশ্রী বরসে, সমুত্তিরাকানি ও শক্তিশালী সংগীত সহযোগে ‘কান্তা’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকদের মতে, ছবিটি দুলকারের ক্যারিয়ারে নতুন এক মোড় আনতে পারে।
এমকে/এসএন