গত মে মাসে ইউরোপা লিগ ফাইনালে ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টটেনহ্যাম হটস্পার। আজ তাদেরই মাঠে সেই হারের প্রতিশোধ নেওয়ার বেশ কাছে ছিল রুবেন অ্যামোরিমের দল। কিন্তু শেষ দিকে দুই গোল হজম করে হারের চোখ রাঙানি দেখছিল তারা। তবে মাথিয়াস ডি লিটের গোলে রক্ষা পেল ম্যানচেস্টার ক্লাব।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে নাটকীয় পাঁচ মিনিট শেষে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ১১তম রাউন্ডের খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
৩২তম মিনিটে সাবেক ব্রেন্টফোর্ড কোচ থমাস ফ্রাঙ্কের দলকে পেছনে ফেলেন ব্রায়ান এমবেউমো। চলতি বছর লিগে কেবল তিনটি হোম ম্যাচ জেতা টটেনহ্যাম হাফ টাইমে দর্শক-সমর্থকদের দুয়োতে ভেসে গেছে।
তবে আশার আলো দেখায় স্বাগতিকরা। বদলি নেমে মাথিস টেল ৮৪তম মিনিটে সমতা ফেরান। তারপর স্টপেজ টাইমের প্রথম মিনিটে রিচার্লিসনের ডিফ্লেক্টেড শট জাল কাঁপালে জয়ের আশা জাগায় টটেনহ্যাম।
নাটক তখনো বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়ান ডি লিট। তাতে হার এড়িয়ে টানা পাঁচ ম্যাচ অজেয় থাকে ম্যানইউ।
এমআর/টিকে