চোট সমস্যা কাটিয়ে চেনা ছন্দে ফেরার আভাস দিয়েছেন লামিনে ইয়ামাল। তবে, তরুণ এই উইঙ্গার এখনও শতভাগ ফিট নন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার বিশ্বাস, বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের সময় স্পেন জাতীয় দল ঠিকমতো যত্ন নেবে এই তারকার।
সাম্প্রতিক সময়ের চোট সমস্যা সত্ত্বেও এই মাসে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচের দলে ইয়ামালকে রেখেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।কুঁচকির চোটে এই মৌসুমে ক্লাবের পাঁচটি ও জাতীয় দলের দুটি ম্যাচে খেলতে পারেননি ১৮ বছর বয়সী ফুটবলার।
ধীরে ধীরে তিনি ছন্দে ফিরছেন। গত রোববার লা লিগায় এলচের জালে বল পাঠানোর পর চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে করেন চমৎকার একটি গোল।
লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে ফ্লিকের কাছে জানতে চাওয়া হয়, জাতীয় দলের ইয়ামালকে কীভাবে সামলানো উচিত বলে মনে করেন তিনি। জার্মান কোচ তুলে ধরেন তার প্রত্যাশার কথা।
“আমি চাই তারা (স্পেন দল) যেন তার যত্ন নেয়, যেমনটা আমরা এখানে নিচ্ছি। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, সে অনেক ভালো করছে, খুব ভালোভাবে অনুশীলন করছে।”
“সে তার সেরা ফর্মে ফিরতে পারবে, তবে এখনও সে একশ শতাংশে পৌঁছায়নি। এখানে ও জাতীয় দলে তার যত্ন নিতে হবে।”
আগের দিন একইরকম মন্তব্য করেছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও। সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকেট পাওয়ার খুব কাছে আছে স্পেন। বাছাইয়ের শেষ দুই ম্যাচে হয়তো তাই পুরো ৯০ মিনিট নাও খেলানো হতে পারে ইয়ামালকে।
ইয়ামালের চোট নিয়ে সাম্প্রতিক সময়ে তার ক্লাব ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েন কম হয়নি। তবে দুই পক্ষের সম্পর্ক এখন ভালো হচ্ছে বলেই ধারণা করা যায়।
এমআর/টিকে