ঘোষণাটা আগেই এসেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে গামিনী ডি সিলভার। আজ আনুষ্ঠানিকভাবে ১৬ বছরের সেই সম্পর্ক শেষ হলো। এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
গামিনীর জন্য আজ বিদায় অনুষ্ঠান আয়োজন করেন মিরপুরের কিউরেটর ও গ্রাউন্ড স্টাফরা। দীর্ঘ বছর বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখায় শ্রীলঙ্কান কিউরেটরকে ধন্যবাদ জানান তারা।
প্রথম শ্রেণির ক্রিকেটার গামিনী খেলা ছাড়ার পর আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন তিনি। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্যও তিনি।
বিসিবির সঙ্গে ২০০৯ সালে কাজ শুরু করেন ৬৫ বছর বয়সী কিউরেটর। তার সময়ে সারা দেশের বিভিন্ন ভেন্যুতে ৩২ টেস্ট, ১০৬ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।
যার মধ্যে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ রয়েছে। ৩ এশিয়া কাপের ম্যাচসহ ১১টি বিপিএলের আসরও হয়েছে।
এমকে/টিএ