বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। ২০১১ সালে ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়। স্থায়ী সদস্য ক্লাবের শেয়ার হোল্ডার। স্থায়ী সদস্য অর্ন্তভুক্তি ক্লাবের অন্যতম আয়ের উৎস। ঐতিহ্যবাহী ক্লাবের সদস্য হতে এখন থেকে গুণতে হবে ১০ লাখ টাকা। আজ ঢাকা ক্লাবে মোহামেডানের বিশেষ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ইজিএমে সভাপতিত্ব করেন সভাপতি ও সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)।
গঠনতন্ত্রে পরিবর্তন আনতে বিশেষ সাধারণ সভা প্রয়োজন। সদস্য হওয়ার জন্য আর্থিক অনুদান, মাসিক চাদা বৃদ্ধির বিষয়টি অনুমোদন নেয়ার জন্যই মূলত আজকের বিশেষ সভার আয়োজন। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য হতে এত দিন লাগত ৩ লাখ টাকা (গঠনতন্ত্র পরিবর্তনের জন্য সদস্যদের দেয়া চিঠিতে ১ লাখ)। এখন সেটা বেড়ে দশ লাখ হয়েছে। এর মধ্যে সাত লাখ টাকা এককালীন অনুদান এবং ৩ লাখ টাকা সার্ভিস চার্জ। মাসিক চাদার পরিমাণও তিনশ' থেকে বাড়িয়ে পাঁচশ করা হয়েছে। স্থায়ী সদস্য ছাড়া ডোনার (দাতা) সদস্য হওয়ারও সুযোগ রয়েছে। এজন্য আগে ৫ লাখ টাকা লাগত। এখন সেটা বেড়ে ২৫ লাখ হয়েছে। গঠনতন্ত্রের ৯ এর বি ধারায় আজ এই সংশোধন হয়েছে।
মোহামডোনের বিদ্যমান গঠনতন্ত্রে ছিল পরিচালনা পর্ষদে কেউ একই পদে টানা দুই বারের বেশি থাকতে পারবে না। এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় আবার পরিচালনা পর্ষদে আসতে পারবে। ৪০ নম্বর অনুচ্ছেদে থাকা এই ধারা আজ বিলুপ্তি হয়েছে। এখন টানা কয়েকবার পরিচালনা পর্ষদে থাকতে আর বাধা নেই।
মোহামডোন ক্লাবের পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর। ২০২১ সালে সর্বশেষ নির্বাচন হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ মেয়াদ উত্তীর্ণ। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এই প্রসঙ্গে বলেন, 'আদালত ক্লাব নির্বাচন আয়োজনের একটি নিদের্শনা দিয়েছে। সেটা ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে।' আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। মোহামেডান আদালতের নির্দেশনা মোতাবেক ফেব্রুয়ারির আগেই নির্বাচন করবে নাকি আদালতের কাছে পুনরায় সময় চাইবে নির্বাচন আয়োজনের সেটাই দেখার বিষয়।
মোহামেডান দেশের তিন শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে অংশগ্রহণ করে। ফুটবল মৌসুম চলমান এবং বিদেশি ফুটবলারের পারিশ্রমিক পরিশোধ না করায় ফিফা মোহামডোনের ফুটবলার নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আজ ইজিএমে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে ফুটবলে চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আর্থিক সংকট উত্তরণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
মোহামেডানের সদস্য অনেক সাবেক তারকা ক্রীড়াবিদ। দাবাড়ু নিয়াজ মোরশেদ, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিসহ আরো অনেকেই ইজিএমে উপস্থিত ছিলেন।
আরপি/টিকে