চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো চৌধুরী পাড়ায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, পরাজিত শক্তি এক হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য কাজ করছে। আপনার মাঠে সজাগ থাকবেন। যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করতে না পারে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে ফ্যাসিস্টবিরোধী সব শক্তি একত্র হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
সভায় মোজাম্মেল হায়দার চৌধুরী বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন প্রমুখ।
ভূজপুর থানা কৃষক দলের সদস্যসচিব বেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন নাজিম উদ্দিন বাচ্চু, আবুল খায়ের, মাস্টার শফি, ইউসুফ চৌধুরী, কামাল উদ্দিন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরপি/টিকে