গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে তার স্বজনরা হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মনির হোসেন (৩৫)। তিনি ওই ইউনিয়নের ধনুয়া কাচারিপাড়া এলাকার গুজরত আলীর ছেলে। গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তিনি। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনির হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে পুলিশ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা আমিনুল ইসলাম ধরা পড়েন। তাদের হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে স্বজন ও সহযোগীরা মনির হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পৌঁছে ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেপ্তারসহ এ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালান।
রাত সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের ওই তৎপরতা চলছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক দেশের একটি গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগের নেতা মনির হোসেনকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও সহযোগীরা। তাকে পুনরায় গ্রেপ্তারসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ইউটি/টিএ