ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এমন সিরিজ হারের পরই বেশ বিব্রতকর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শকে।
ম্যাচ পরবর্তী আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার–ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি হঠাৎ করেই মার্শের কাছে জানতে চান, আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মার্শ নাকি প্যাট কামিন্স? গিলক্রিস্টের এমন প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যান মার্শ।
তিনি অবশ্য তাৎক্ষণিক নিজেকে সামলে নিয়ে বলেন, 'ভালো প্রশ্ন, গিলি। আমার মনে হয়, আমি থাকব।' গিলক্রিস্ট তখন পাল্টা জিজ্ঞেস করেন, 'মানে তুমিই অফিশিয়ালি টি–টোয়েন্টি অধিনায়ক, কামিন্স খেললে তোমার অধীনেই খেলবে?' জবাবে মার্শ বলেন, 'হ্যাঁ, তাই মনে হয়।'
২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। যদিও দলকে সেমিফাইনালে নিতে পারেননি তিনি। এরপরও তার প্রতি আস্থা রেখেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। গত বিশ্বকাপে কামিন্সও খেলেছেন মার্শের অধীনে। ফলে কামিন্স ফিরলে মার্শের অধিনায়কত্ব হারানোরও শঙ্কা নেই।
আগামী বিশ্বকাপের আগে আর কোনো টি–টোয়েন্টি সিরিজ নেই অস্ট্রেলিয়ার। ফলে আসন্ন বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকেই নির্বাচকরা চূড়ান্ত স্কোয়াড বেছে নিতে পারেন। মার্শের বিশ্বাস তার দল এখন অনেকটাই স্থিতিশীল। তাই বিগব্যাশের পারফরম্যান্সে বড় কোনো পরিবর্তন আসবে না।
বিগ ব্যাশে নিজের দল পার্থ স্কর্চার্সের হয়ে খেলে থাকেন মার্শ। সেই দল নিয়েও আশাবাদী মার্শ। তিনি বলেন, 'আমাদের পূর্ণ শক্তির দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। বিগব্যাশে আসলে উপভোগ করার একটা সুযোগ, আশা করি পার্থ স্কোর্চার্স এবারও জিতবে।'
এমআর/টিকে