জীবনধারা ৮০ শতাংশ পরিবর্তনেই স্ট্রোকের থেকে রক্ষা পাওয়া সম্ভব

স্ট্রোকের অন্তত ৮০ শতাংশ জীবনধারা পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব-এ তথ্যই সামনে এনেছেন দেশের শীর্ষ স্ট্রোক বিশেষজ্ঞরা। তাদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ধূমপান ছাড়াসহ খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। একইসঙ্গে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ শনাক্তে সবাইকে জানতে হবে ‘ফাস্ট (FAST)’ সম্পর্কে, যেখানে বলা হয়েছে- মুখ বেঁকে যাওয়া, হাত দুর্বল হয়ে পড়া, কথা জড়ানো এবং দ্রুত চিকিৎসা নেওয়া।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে স্ট্রোক প্রতিরোধ, দ্রুত চিকিৎসা এবং আধুনিক নিউরোইন্টারভেনশন পরিষেবা বিস্তারের লক্ষ্যে আয়োজিত ইন্টারন্যাশনাল স্ট্রোক কনফারেন্সে বক্তারা এ কথা বলেন।

বিশেষজ্ঞরা বলেন, চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতির পরও দেশে স্ট্রোক সচেতনতা অত্যন্ত কম। ফলে লক্ষণ দেখার পর চিকিৎসা পেতে দেরি হয়, আর সেই দেরিই মৃত্যুঝুঁকি বাড়ায়। তারা বলেন, সচেতনতার ঘাটতির কারণেই বহু রোগী সময়মতো চিকিৎসা পান না, আর সেই এক মুহূর্তের দেরিতেই হারিয়ে যায় জীবন। তাই স্ট্রোকের প্রাথমিক লক্ষণ শনাক্তে সবার জানা থাকা উচিত ‘ফাস্ট’-মুখ ঝুলে পড়া, হাত দুর্বল হয়ে যাওয়া, কথা জড়ানো এবং সময় নষ্ট না করে দ্রুত সহায়তা ডাকা।

তারা আরও বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ স্ট্রোকে আক্রান্ত হলেও অধিকাংশ ক্ষেত্রে দ্রুত শনাক্ত ও চিকিৎসার সুযোগ না পাওয়ায় প্রাণহানি বেড়ে যায়। চিকিৎসকদের মতে, জীবনধারা পরিবর্তন-উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ধূমপান ত্যাগ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম—স্ট্রোকের ঝুঁকি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, বাংলাদেশে স্ট্রোক চিকিৎসায় সবচেয়ে বড় বাধা হলো দেরি। রোগী যখন হাসপাতালে আসে, ততক্ষণে তার মস্তিষ্কের অমূল্য সময় হারিয়ে যায়। তাই দেশজুড়ে দ্রুত চিকিৎসা দিতে সক্ষম স্ট্রোক কেয়ার সেন্টার গড়ে তোলা এখন জরুরি প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ এবং বিএইচআরইউটি পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক গিডিঅন মালাওয়া। স্বাগত বক্তব্য দেন নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বাহাদুর আলী মিয়া।

সম্মেলনে চিকিৎসকরা জানান, জনসচেতনতার ঘাটতি এখনো সবচেয়ে বড় বিপর্যয়। তারা বলেন, স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট রোগীর মস্তিষ্কের হিসাব বদলে দেয়। তাই পরিবার, কর্মক্ষেত্র, স্কুল-সব জায়গায় স্ট্রোক সচেতনতা ছড়িয়ে দিতে হবে।

আলোচনায় আরও উঠে আসে-স্ট্রোক প্রতিরোধ শুধু হাসপাতালের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্বও। খাদ্যাভ্যাস, ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, নগর পরিবেশ, এমনকি কর্মস্থলের স্বাস্থ্যনীতি পর্যন্ত সবখানেই স্ট্রোক প্রতিরোধকে গুরুত্ব দিতে হবে।

সম্মেলনের সারসংক্ষেপে বিশেষজ্ঞরা বলেন, আজকের আলোচনা বাংলাদেশের স্ট্রোক চিকিৎসা ব্যবস্থার রূপান্তরের ভিত্তি তৈরি করবে। সচেতনতার প্রসার, সময়োপযোগী চিকিৎসা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে আগামী কয়েক বছরে দেশের স্ট্রোক কেয়ার নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ইরাকে কুয়েতের ৯টি বিমানের জরুরি অবতরণ Nov 09, 2025
img
রশিদে কম টাকা দেখিয়ে ধরা পড়া ভূমি কর্মকর্তা পদচ্যুত Nov 09, 2025
img
গাভির শূন্যতা অনুভব করছেন বার্সেলোনা কোচ হান্সি Nov 09, 2025
img
আর্জেন্টিনার ৭-০ গোলের জয় Nov 09, 2025
img
রহস্যময় মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা Nov 09, 2025
img
অস্থির সময়ে শান্ত থাকার পরামর্শ দিলেন পরান বন্দ্যোপাধ্যায় Nov 09, 2025
img
জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি Nov 09, 2025
img
সব পদ থেকে বিএনপির ৫ নেতা বহিষ্কার Nov 09, 2025
img
এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা Nov 09, 2025
img
অনশন ভেঙে ডাবের পানি খেলেন তারেক Nov 09, 2025
img
কিউবার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে, মনে করেন তপু Nov 09, 2025
img

মোস্তফা ফিরোজ

সবাইকে খুশি রাখতে গিয়ে কারো মন পেলেন না ড. মুহাম্মদ ইউনূস Nov 09, 2025
রাজশাহীর ফুটপাত উচ্ছেদে ব্যবসায়ীদের ক্ষোভ Nov 09, 2025
img
‘কফি উইথ করণ’-এ বিরাট কোহলির না থাকার কারণ জানালেন করণ জোহর Nov 09, 2025
img
বদলে গেল আয়ুশ্মান-শর্বরীর সিনেমার নাম Nov 09, 2025
img
‘রাউডি রাঠোরের’ সিক্যুয়েল আসছে ১২ বছর পর Nov 09, 2025
img
জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি তুলছে ট্রাম্পের দল Nov 09, 2025
img
জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে হতাশ আফগান সরকার Nov 09, 2025
img
ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে: মির্জা ফখরুল Nov 09, 2025
img
চাঁদপুরে নদীর পাঙাশ প্রতি কেজি ৯০০ টাকা Nov 09, 2025