দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভক্তদের আশ্বস্ত করেছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর থামান। জানিয়েছেন, ‘দ্য রাজা সাব’ ছবির প্রথম গান প্রকাশ পাবে এক সপ্তাহের মধ্যেই। ফলে বহু প্রতীক্ষিত এই হরর কমেডি ছবির সংগীতযাত্রা শুরু হচ্ছে অচিরেই।
থামান জানান, একের পর এক তিনটি গান প্রকাশ পাবে টানা ধারাবাহিকভাবে। তাই মুক্তির আগে ভক্তদের জন্য থাকছে এক দুর্দান্ত সুরের উৎসব। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো নানা নেতিবাচক মন্তব্য নিয়েও মুখ খুলেছেন তিনি। থামানের অনুরোধ, কেউ যেন ট্রোল বা নেতিবাচক প্রচারে না যায়, কারণ ‘দ্য রাজা সাব’ হবে একেবারেই বিনোদনে ভরপুর ছবি।
মারুথি পরিচালিত এই সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন মালবিকা মোহনান, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার। প্রভাসের দাদার ভূমিকায় থাকছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। পিপল মিডিয়া ফ্যাক্টরি প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ জানুয়ারি, ২০২৬-এ।
থামানের ঘোষণার পরেই ‘দ্য রাজা সাব’-এর ভক্তদের উচ্ছ্বাস যেন ফের নতুন করে জেগে উঠেছে। এখন সবাই অপেক্ষায় প্রথম গানের সুরে প্রভাসের নতুন জাদু শোনার।
এসএন