বলিউডে বন্ধুত্বের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলেন কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। নতুন সিনেমা ‘ককটেল ২’-এর শুটিং সেট থেকে দুজনের এক আন্তরিক মুহূর্ত শেয়ার করে আলোচনায় এনেছেন কৃতি। তবে বিষয়টি শুধু সিনেমার নয়, বরং দুই তারকার প্রকৃত বন্ধুত্বেরও নিদর্শন।
রাশমিকার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির দিনেই ইনস্টাগ্রামে কৃতি লিখেছেন, “চ্যাটিং উইথ দ্য গার্লফ্রেন্ড! এখনই হলে গিয়ে দেখো ওর ছবি। শুভকামনা রাশহু! তুমি উজ্জ্বল হবে, জানি।” এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।
‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে সমালোচকদের প্রশংসা ইতিমধ্যে মিলছে প্রচুর। বিচ্ছেদ, আত্মমর্যাদা ও মানসিক পুনরুদ্ধারের মতো জটিল আবেগকে পরিপক্বভাবে ফুটিয়ে তোলায় রাশমিকার অভিনয়কে বলা হচ্ছে তাঁর কেরিয়ারের সবচেয়ে গভীর ও আবেগনির্ভর কাজ। ছবিটি তিন তারকার প্রশংসা কুড়িয়েছে এর নির্মাণশৈলী ও গল্পের ভিন্নতার জন্য।
অন্যদিকে, ‘ককটেল ২’-এ একসঙ্গে দেখা যাবে কৃতি ও রাশমিকাকে। সিনেমাটি ঘিরে যেমন প্রত্যাশা, তেমনি পর্দার বাইরের বন্ধুত্বের এই দৃশ্য ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বাড়িয়ে দিয়েছে কৌতূহল। বলিউডের এই নতুন নারী বন্ধুত্ব যেন তারকাখ্যাতির প্রতিযোগিতার বাইরে এক প্রশান্তির বার্তা দিচ্ছে।
এমকে/এসএন