দ্রুত জনসমর্থন কেন হারাচ্ছেন ট্রাম্প?

কমতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা। সরকারে দীর্ঘস্থায়ী শাটডাউন সেই সঙ্গে নিউইয়র্কসহ তিন অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর তার জনপ্রিয়তার হার অনেকটাই কমে গেছে। নিজ দল রিপাবলিকানদের পাশাপাশি সাধারণ জনগণের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প।
কমতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের জনপ্রিয়তা।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবর বলছে, নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং সুপ্রিম কোর্টের আপত্তিতে কিছুটা নড়বড়ে ট্রাম্পের ‘অগাধ’ কর্তৃত্ব। রাজনৈতিক, বিচারিক—দুই দিক থেকেই চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রচলিত নিয়ম-নীতি ভেঙে নিজের মতো দেশ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। বাণিজ্যযুদ্ধ, প্রশাসনিক রদবদল, বিশ্ববিদ্যালয়ে তহবিল কাটা, সব জায়গায় ছিল তার কর্তৃত্বের ছাপ। কিন্তু মাত্র দুই দিনে ট্রাম্পের সেই ‘অবাধ’ ক্ষমতার মূলে নড়াচড়া ফেলেছে রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্ত।

সিএনএসের একক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে মেয়র পদে জোহরান মামদানির জয়, ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থীদের সাফল্য, ট্রাম্প শিবিরে তৈরি করেছে অস্বস্তি। এই জয়ের মাধ্যমে ট্রাম্পবিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ট্রাম্পের দ্রুত সমর্থন হারানোর ইঙ্গিতও দেখা যাচ্ছে সাম্প্রতিক জরিপে। সিএনএন/এসআরএসএস জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩৭ শতাংশে নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এখন পর্যন্ত সর্বনিম্ন এবং প্রথম মেয়াদে সর্বকালের সর্বনিম্ন ৩৪ শতাংশের কাছাকাছি।

এই জরিপ মতে, ১৮-৩৪ বছর বয়সি আমেরিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ পয়েন্ট কমে ২৯ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ আমেরিকান মনে করেন, ‘দেশে পরিস্থিতি বেশ খারাপ/খুব খারাপ’। ৭২ শতাংশ উত্তরদাতা বর্তমান অর্থনৈতিক অবস্থাকে ‘খারাপ’ বলে অভিহিত করেছেন।

অর্ধেকেরও বেশি আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বৈদেশিক বা পররাষ্ট্রনীতি পরিচালনা ‘বিশ্বে আমেরিকার অবস্থানকে’ ক্ষতিগ্রস্ত করছে। পৃথক এক জরিপেও এক ধরনের তথ্য উঠে এসেছে।

নভেম্বরের শুরুতে নেয়া এবং গত শুক্রবার (৭ নভেম্বর) প্রকাশিত এমারসন কলেজের নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তার হার গত মাসে এই সংস্থার জরিপের তুলনায় ৪ শতাংশ কমেছে।

জরিপে দেখা যায়, ট্রাম্পের জনপ্রিয়তার হার ৪১ শতাংশে নেমে এসেছে। যাতে চলতি বছরের জানুয়ারিতে নেয়া জরিপের তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন স্পষ্ট।

নির্বাচনের পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। বিচারকেরা জানতে চেয়েছেন, সংবিধান কি সত্যিই প্রেসিডেন্টকে এতটা স্বাধীনতা দেয় যে তিনি এককভাবে বাণিজ্যযুদ্ধ শুরু করতে পারেন? আদালতের এই অবস্থান ট্রাম্পের প্রশাসনিক আধিপত্যে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তিনি রাজা নন। তবে তার আগের মন্তব্যেই শোনা গেছে তিনি যা চান, তা করার অধিকার আছে। হয়তো সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারক বেশি থাকায় ট্রাম্প ভেবেছিলেন, তার হাতেই সব ক্ষমতা। কিন্তু এবার সেই আদালতই সীমা টানছে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার ওপর।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img

সালথায় শামা ওবায়েদ

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে Nov 09, 2025
img
বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদল কর্মীর মৃত্যু Nov 09, 2025
img
ফুটবলাররা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে : আসিফ Nov 09, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি : রবি চৌধুরী Nov 09, 2025
img
সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা: জয়নুল আবেদীন Nov 09, 2025
img
ইরাকে কুয়েতের ৯টি বিমানের জরুরি অবতরণ Nov 09, 2025
img
রশিদে কম টাকা দেখিয়ে ধরা পড়া ভূমি কর্মকর্তা পদচ্যুত Nov 09, 2025
img
গাভির শূন্যতা অনুভব করছেন বার্সেলোনা কোচ হান্সি Nov 09, 2025
img
আর্জেন্টিনার ৭-০ গোলের জয় Nov 09, 2025
img
রহস্যময় মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা Nov 09, 2025
img
অস্থির সময়ে শান্ত থাকার পরামর্শ দিলেন পরান বন্দ্যোপাধ্যায় Nov 09, 2025
img
জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি Nov 09, 2025
img
সব পদ থেকে বিএনপির ৫ নেতা বহিষ্কার Nov 09, 2025
img
এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা Nov 09, 2025
img
অনশন ভেঙে ডাবের পানি খেলেন তারেক Nov 09, 2025
img
কিউবার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে, মনে করেন তপু Nov 09, 2025
img

মোস্তফা ফিরোজ

সবাইকে খুশি রাখতে গিয়ে কারো মন পেলেন না ড. মুহাম্মদ ইউনূস Nov 09, 2025
রাজশাহীর ফুটপাত উচ্ছেদে ব্যবসায়ীদের ক্ষোভ Nov 09, 2025
img
‘কফি উইথ করণ’-এ বিরাট কোহলির না থাকার কারণ জানালেন করণ জোহর Nov 09, 2025
img
বদলে গেল আয়ুশ্মান-শর্বরীর সিনেমার নাম Nov 09, 2025