৫.৪ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রোববার ৯ নভেম্বর দুপুর ১২টা ৬ মিনিটের দিকে আন্দামান সাগরের কাছে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) দাবি করেছে, কম্পনের মাত্রা আসলে ৬.০৭। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, কম্পন ছিল তুলনামূলকভাবে শক্তিশালী।
ভূমিকম্পের সময় দ্বীপপুঞ্জে বহু দেশি-বিদেশি পর্যটক অবস্থান করছিলেন। হঠাৎ ভুমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক সপ্তাহ আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্দামান ও এর আশপাশের অঞ্চল পৃথিবীর অন্যতম সক্রিয় ভূকম্পন প্রবণ এলাকা। নিয়মিতভাবে এ অঞ্চলে ভূমিকম্প ও সুনামির ঝুঁকি থেকে যায়।
এমকে/এসএন