টানা লোকসানে পাওয়ার গ্রিড, লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা

বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ২১০ কোটি টাকার বেশি লোকসান করেছে। এ নিয়ে টানা ৩ বছর ধরে লোকসানে রয়েছে কোম্পানিটি। লোকসানের কারণে আগের বছরের ধারাবহিকতায় বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত (নে ডিভিডেন্ড) করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

তবে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির বড় মুনাফা হয়েছে। এই মুনাফাকে কেন্দ্র করে লভ্যাংশ ঘোষণা পরবর্তী ‘মুক্ত সার্কিট ব্রেকার লিমিট’ সুবিধাকে কাজে লাগিয়ে কোম্পানির শেয়ারদর লেনদেন শুরুর প্রথম অর্ধ ঘণ্টায় ১৭ শতাংশ বেড়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি আলোচিত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়। একই দিনে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পাওয়ার গ্রিডের কর পরবর্তী নিট লোকসান হয়েছে ২১০ কোটি ১৭ লাখ টাকা। আগের অর্থবছরে এই লোকসান হয়েছিল ৪৫৭ কোটি ৪৭ লাখ টাকা। তারও আগের অর্থবছরে নিট লোকসান হয়েছিল ৬২৬ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে আগের দুই অর্থবছরের চেয়ে কোম্পানির লোকসানের পরিমাণ কমেছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যেখানে কোম্পানির নিট লোকসান হয়েছিল ২৫৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ বিদ্যুৎ খাতের এই কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে দীর্ঘ বছরের লোকসানের বেড়াজাল থেকে বেরিয়ে বড় মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, প্রধানত দুটি কারণে তাদের মুনাফায় বড় উল্লোফন হয়েছে। এর একটি হলো আলোচিত ৩ মাসে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বাবদ আয় উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি হওয়া এবং অপরটি বড় অংকের ব্যয় কমানো। আলোচিত ৩ মাসে কোম্পানির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৯৭ কোটি ৩৫ লাখ টাকা বেড়েছে। আর ব্যয় কমেছে ৫২২ কোটি ৭২ লাখ টাকা।

এদিকে প্রচলিত নিয়ম অনুযায়ী, আজ লভ্যাংশ ঘোষণা পরবর্তী প্রথম কার্যদিবসে কোম্পানির শেয়ারদর ওঠা-নামার ক্ষেত্রে সার্টিক ব্রেকার উম্মুক্ত থাকছে। অর্থাৎ আজ একদিনে কোম্পানির শেয়ারদর যত ইচ্ছে বাড়তে বা কমতে পারবে। প্রথম প্রান্তিকের ওই বড় মুনাফাকে কেন্দ্র করে লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে কোম্পানির শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ১৭ শতাংশ বেড়ে ৩৩ টাকায় লেনদেন হতে দেখা গেছে। গতকাল লেনদেন শেষে কোম্পানির শেয়ারদর ছিল ২৮ টাকা ২০ পয়সা।

এদিকে ২০২৪-২৫ অর্থবছরের এজেন্ডাগুলোতে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২৪ জানুয়ারি সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। কোম্পানির রাজধানীর আফতাবনগরে অবস্থিত পাওয়ার গ্রিড ভবনের পাওয়ার গ্রিড অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়াল অংশগ্রহণের সুবিধা রাখা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি।

২০২৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৯১৩ কোটি ৮১ লাখ টাকা। দীর্ঘ বছরের লোকসানে কোম্পানির রিজার্ভে ৪৬৭ কোটি ৭৬ লাখ টাকা ঘাটতি রয়েছে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

পুরান ঢাকায় গুলিতে নিহত কে সেই মামুন? Nov 10, 2025
পুলিশকে আমরা শিক্ষা দিতে পারি নাই! Nov 10, 2025
img
বক্স অফিসে ঝড় তুলল ইয়ামি গৌতম ও ইমরান হাশমির হক Nov 10, 2025
img
সাজাল-আহাদ জুটিকে দেখে ভক্তদের উচ্ছ্বাস Nov 10, 2025
img
বাকসু গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব ছাত্রদলের Nov 10, 2025
img
রাম চরণের নতুন ছবিতে জাহ্নবীর চরিত্র নিয়ে বিতর্ক Nov 10, 2025
img
ইসির সিদ্ধান্ত অবৈধ, বহাল থাকছে বাগেরহাটের চার আসন Nov 10, 2025
“বিশ্ব ট্রাম্পকে ভয় পায়, আমি না” Nov 10, 2025
img
আসিফের মন্তব্যের প্রেক্ষিতে বিসিবিকে চিঠিতে পাঠালো বাফুফে Nov 10, 2025
img
নাগরিক সেবা প্লাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি Nov 10, 2025
img
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি Nov 10, 2025
img
আসন্ন ২ সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান Nov 10, 2025
img
পর্দায় রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় এখনো ফিরতে পারিনি : বাপ্পী চৌধুরী Nov 10, 2025
img
সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ সাবেক পাইলট রিয়ানার মরদেহ উদ্ধার Nov 10, 2025
img
দায়িত্ববোধ না থাকলে দেশকে পরিবর্তন করা সম্ভব নয় : মীর স্নিগ্ধ Nov 10, 2025
img
রাজধানীর সুত্রাপুরে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল Nov 10, 2025
img
বদলি করা হয়েছে ডিএমপির ৫ এডিসিকে Nov 10, 2025
img
হোয়াইট হাউসে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক আজ Nov 10, 2025
img
মুক্তিযুদ্ধের সময় নিজ পরিবারের অবস্থান জানালেন মির্জা ফখরুল Nov 10, 2025
img
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আয়ারল্যান্ড অধিনায়কের মন্তব্য Nov 10, 2025