ওয়েব সিরিজ ‘থেরাপি শেরাপি’-র শুটিং চলাকালীন অভিনেত্রী গিরিজা ওক গডবোলের অভিজ্ঞতা সিনেমা ও টেলিভিশন জগতে আলোড়ন সৃষ্টি করেছে। শুটের এক অন্তরঙ্গ দৃশ্যে সহ-অভিনেতা গুলশন দেবাইয়া যে পেশাদারিত্ব এবং সহানুভূতির পরিচয় দিয়েছেন, তা গিরিজার ভাষায় “অদ্বিতীয়”।
গিরিজা জানিয়েছেন, দৃশ্যের শুটের আগে গুলশন বিভিন্ন ধরনের বালিশ সঙ্গে এনেছিলেন নরম থেকে শক্ত যাতে তিনি নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে নিতে পারেন। শুধু বালিশই নয়, শুট চলাকালীন অন্তত ১৬ বার গুলশন নিশ্চিত হয়েছেন গিরিজা ঠিক আছে কি না। তিনি মাঝে মাঝে থেমে সহায়তা প্রদান করেছেন, দৃশ্যের পরিবেশে পরিবর্তন এনেছেন, এবং পুরো সময় জুড়ে মানসিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।
গিরিজা স্পষ্টভাবে জানিয়েছেন, যে অভিজ্ঞতা স্বাভাবিকভাবে অস্বস্তিকর হতে পারত, সেটিকে গুলশনের মানবিক দৃষ্টিভঙ্গি নিরাপদ ও সম্মানজনক করে তুলেছে। এই ঘটনাটি শুধুমাত্র ‘থেরাপি শেরাপি’-র গল্প নয়, বরং পর্দায় অন্তরঙ্গতা দেখানোর পদ্ধতিতেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
ওয়েব সিরিজটি ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে তার সংবেদনশীল বিষয়বস্তু ও আবেগঘন গল্পের জন্য। তবে দর্শকেরা এবার আরও খেয়াল করেছেন শুটের পেছনের মানবিক বন্ধন, যা প্রমাণ করছে, পেশাদারিত্ব এবং সহানুভূতি কেবল অভিনয়কে নয়, শিল্পীকে আরও প্রশংসনীয় করে তোলে।
এমকে/এসএন