বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন, এমন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এরপর সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জনাব ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ করছি। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করা হচ্ছে।’
বিবৃতিটি স্বাক্ষর করেছে ‘টিম সানি দেওল’।
৮৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘তিনি বয়স্ক, তাই চিকিৎসকদের কাছ থেকে পুরোপুরি মনোযোগ পাওয়ার জন্যই হাসপাতালে রাখা হয়েছে। উদ্বেগের কিছু নেই।’
ধর্মেন্দ্রর স্ত্রী এবং অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছেন, ‘আমরা তার দ্রুত সুস্থতার আশায় আছি।’ তাকে শনিবার হাসপাতালে দেখা গেছে। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলও সেখানে পৌঁছান।
এদিকে, অভিনেতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শাহরুখ খান ও সালমান খানও হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান।
পিএ/টিএ