চিরসবুজ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, বয়স কখনোই সৌন্দর্যবোধ বা আত্মবিশ্বাসের সীমা টানতে পারে না। তিনি অকপটে জানিয়েছেন নিজের মনোভাব—সাজগোজ ভালোবাসেন, আর সেই ভালোবাসা আজও অটুট।
সাবিত্রী বলেন, “সাজতে বরাবরই ভালবাসি। তাতে যদি কেউ নিন্দা করে তো করুক। মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না। আমার সাজ মার্জিতই।” তাঁর এই মন্তব্যে ধরা পড়েছে এক নির্ভেজাল আত্মসম্মানবোধ, নিজের প্রতি আস্থা, আর এক নারীর চিরযৌবনের দৃষ্টিভঙ্গি।
দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতায় সাবিত্রী জানেন, সমাজ অনেক সময় নারীর বয়স ও সৌন্দর্যের সংজ্ঞা বেঁধে দেয়। কিন্তু তিনি বিশ্বাস করেন, নিজের ভালো লাগাটাই আসল—অন্যের চোখের বিচারে নয়। তাই আজও তিনি নিজের সাজে, নিজের আভিজাত্যে ঠিক তেমনই দীপ্ত, যেমন ছিলেন তাঁর তারুণ্যের দিনে।
বিনোদন অঙ্গনে সাবিত্রী চট্টোপাধ্যায় শুধু এক নাম নয়, এক যুগের প্রতীক। তাঁর প্রতিটি কথা যেন জীবনের প্রতি ভালোবাসা আর আত্মমর্যাদার পাঠ।
আরপি/টিকে