রাতে চোখের জলে বালিশ ভিজত অভিনেতা পার্থ বেরার এই স্বীকারোক্তিতে যেন মিশে আছে শিল্পজীবনের এক গভীর সত্য। তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিজের জীবনের লড়াইয়ের গল্প, যা এখন আলোচনায় বিনোদনমহলে।
পার্থ লিখেছেন, তাঁর বাবা-মা কখনোই চাননি তিনি অভিনয়ের জগতে আসুন। কারণ তাঁরা জানতেন, এই লড়াইয়ের জীবন কতটা কঠিন, কতটা অনিশ্চিত। তবু অভিনয়ের প্রতি তাঁর তীব্র ভালোবাসা তাঁকে থামাতে পারেনি। সমস্ত বাধা, ভয় আর অসম্ভবকে উপেক্ষা করে তিনি ছুটে এসেছেন সেই জগতে, যেখানে সাফল্যের পেছনে লুকিয়ে থাকে শত আঘাত আর অবহেলার কষ্ট।
অভিনেতা জানান, অনেক সময় ভেঙেও পড়েছেন, কিন্তু হাল ছাড়েননি। কারণ তাঁর কাছে অভিনয় শুধু পেশা নয়, এটি তাঁর আত্মার আরাধনা। যন্ত্রণার ভেতর দিয়েই তিনি খুঁজে পেয়েছেন নিজের জায়গা, নিজের পরিচয়।
পার্থের এই আত্মকথন তরুণ প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর কথায় উঠে এসেছে সেই অজস্র অচেনা শিল্পীর মুখ, যারা আলোয় আসার আগে অসংখ্য অন্ধকার রাত পার করে।
আরপি/টিকে