ওপার বাংলার অভিনেতা জিতু কামাল। গত বুধবার 'এরাও মানুষ' ছবির শুটিং চলাকালে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সপ্তাহ না পেরোতেই তিনি কাজে ফিরেছেন। কিন্তু এরই মধ্যে চারপাশের পরিস্থিতি তাকে এতটাই ভাবিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জিতু লিখেছেন, ‘বেঁচে থাকাকালীন মানুষকে নিয়ে সেলিব্রেট করুন। মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। আমি কাজ করি টাকা পাই বলে নয়। আমি কাজ করি, আমার কাজটা ভীষণ ভালো লাগে বলে।’
অনেকের ধারণা, সাম্প্রতিক সময়ে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে যে ধরনের গুজব ছড়িয়েছিল, সেই প্রেক্ষাপটেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জিতু।
তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ অরবিন্দদা, এসভিএফ প্রোডাকশনের তরফ থেকে একমাত্র তোমার কনসার্ন দেখে আমি অভিভূত। দেখো তোমার চাকরি আবার না চলে যায় জিতুর খবরা-খবর নেওয়ার জন্যে।’
বুকে সংক্রমণ নিয়ে বাইপাস লাগোয়া এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিতু। গত রবিবার তিনি ছাড়া পান। এখন অভিনেতা সুস্থ তবে তাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরপি/টিকে