লিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি বাজার ইন্ডিয়া- কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের অভিনয় দর্শন ও জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন। তার ভাষায়, তিনি এখন চলেন “কিউরেটেড কেয়স” বা সচেতন বিশৃঙ্খলার পথে- যেখানে নির্ধারিত ছকের বাইরে গিয়ে খুঁজে ফেরেন নতুনত্ব ও বৈচিত্র্য।
তামান্না জানিয়েছেন, তিনি কখনোই নিজেকে নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে রাখতে চান না। সাম্প্রতিক বছরগুলোতে অনেক অভিনেতা নিজের ব্যক্তিজীবনের প্রতিফলন হিসেবে চরিত্র বেছে নিচ্ছেন, কিন্তু তামান্নার মতে, অভিনয়ের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে নিজের থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে প্রাণ সঞ্চারে। তার ভাষায়, “শুধু নিজের মতো চরিত্রে অভিনয় করা দুঃখজনক হবে।”
নিজেকে তিনি বর্ণনা করেন “অর্ধেক ধনু, অর্ধেক মকর”- এই দুই বিপরীত রাশির বৈশিষ্ট্যের মতোই তার জীবনে রয়েছে শৃঙ্খলা ও স্বাধীনতা, সাহস ও সংযমের মিশ্রণ। তাই হয়তো কখনও পর্দায় দেখা যায় তাকে বীরাঙ্গনা রূপে, আবার কখনও হাস্যরসাত্মক চরিত্রে।
তামান্না বিশ্বাস করেন, তার কাজের মূল শক্তি হলো আত্ম-উপলব্ধি। তার সরল স্বীকারোক্তি- “আমি আমার কাজকে গুরুত্ব দিই, নিজেকে নয়।” এই মানসিকতা থেকেই তরুণ অভিনেতাদের উদ্দেশে তার পরামর্শ, নিজেদের আলাদা করে তুলতে হলে জনস্রোতের বিপরীতে হাঁটার সাহস থাকতে হবে। কারণ, “অনুকরণ নয়, বৈচিত্র্যের মধ্যেই গ্রহণযোগ্যতা আসে।”
বর্তমানে তিনি ব্যস্ত তার নতুন সিনেমা ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট–এর প্রস্তুতিতে। এই প্রকল্প নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। তামান্না যেন আরেকবার প্রমাণ করছেন—তিনি শুধু চলচ্চিত্রে অভিনয় করছেন না, বরং নতুন করে লিখছেন আধুনিক তারকাত্বের সংজ্ঞা; যেখানে সাহস, বাস্তবতা আর আত্মনবীকরণের মিলনে তৈরি এক অনন্য পরিচয়।
টিএম/এসএন