নোরা ফাতেহি শুধু আলোচনায় নন, এবার যেন বদলে দিচ্ছেন পুরো ফ্যাশন ধারণা। দুবাইয়ের ইউনটোল্ড মিউজিক ফেস্টিভ্যালে নিজের নতুন ‘পপ গার্ল’ যুগের সূচনা করলেন তিনি এক অনন্য সাজে—যা একসঙ্গে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব। পুনর্ব্যবহৃত কাপড়ের টুকরো দিয়ে তৈরি রঙিন স্কার্টে হাজির হয়ে নোরা জানিয়ে দিলেন, টেকসই ফ্যাশনও হতে পারে চোখধাঁধানো ও শক্তিশালী এক অভিব্যক্তি।
ধ্রুব কাপুরের স্টাইলিং আর মারিয়ানা মুখুচিয়ানের গ্ল্যাম মেকওভারে নোরার সাজ যেন হয়ে উঠেছিল সৃজনশীলতা ও সচেতনতার নিখুঁত মেলবন্ধন। তার পরনের স্কার্টে ব্যবহৃত কাপড়গুলো ছিল নানা পুরনো টেক্সটাইলের পুনর্জন্ম—যেন এক শিল্পিত বার্তা, বর্জ্যও পরিণত হতে পারে সৌন্দর্যের প্রতীকে।
অনুষ্ঠান শেষে নোরা ফাতেহির এই সাজ নিয়ে শুরু হয়েছে তুমুল প্রশংসা। অনেকে বলছেন, এটি কেবল একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং পরিবেশ সচেতনতার এক সাহসী উচ্চারণ। গ্ল্যামার আর দায়িত্ববোধকে একসঙ্গে মিশিয়ে নোরা যেন গড়ে তুলেছেন এক নতুন ধারা, যেখানে তারকারা শুধু ঝলমলে পোশাকে নয়, বার্তাতেও ছড়িয়ে দেন প্রভাব।
এসএন