হতাশ হলেও হাল ছেড়ে দিতে নারাজ আইরিশ কোচ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। ইতোমধ্যে নিয়ে ফেলেছে ৫২ রানের লিড। ১৬৯ রান করে ক্রিজে টিকে আছেন মাহমুদুল হাসান জয়। 

দ্বিতীয় দিনে ২৭০ রান নিয়ে খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দ্রুত তাদের অলআউট করেছে বাংলাদেশ। ২৮৬ রানে থেমেছে আইরিশদের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে রাজত্ব করেছেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটিতে এসেছে ১৬৮ রান। সাদমান ৮০ রান করে বিদায় নিলেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। এখনও টিকে আছেন ১৬৯ রান করে। মুমিনুল হককে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে।

দিনটা স্বাভাবিকভাবেই বেশ কঠিন ছিল আয়ারল্যান্ডের জন্য। দিনের খেলা শেষে সব মেনে নিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান। সংবাদ সম্মেলনে মালান বলেছেন, ‘হ্যাঁ অনেক চ্যালেঞ্জিং দিন ছিল। স্কোরবোর্ড দেখলেই বুঝা যায়। মাঝে কিছু জায়গা ভালো করেছিলাম। তবে দিনশেষে আমরা সেভাবে ভালো করতে পারিনি।’

জয়ের ক্যাচ মিস করার ব্যাপারে কোচ বলেছেন, ‘সম্ভবত এই একটা চান্সই আজ সৃষ্টি করতে পেরেছিলাম। ফিল্ডিংয়ে আমরা অতটা খারাপ দল নই। ফিল্ডিং অনেক ভালো আমাদের। তবে এই একটা চান্স নিতে পারিনি। তাদের উপর চাপ সৃষ্টি করতে পারিনি। আশা করি কাল আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারব এবং কাজেও লাগাতে পারব।’

১৬৯ রানে অপরাজিত থাকা জয়কে নিয়ে মালান বলেন, ‘সে (জয়) অনেক ভালো খেলেছে আজকে। তারা আমাদের অত বেশি সুযোগ দেয়নি। বাংলাদেশের ব্যাটাররা বেশ সলিড ইনিংস খেলেছে। তারা কন্ডিশন অনেক ভালোভাবে বুঝে। আমাদের জন্য কাজটা অনেক চ্যালেঞ্জিং করে দিয়েছে।’

দলের পরিবেশ নিয়ে প্রধান কোচ জানান, ‘সবাই এখন অনেক হতাশ। তবে অধিনায়কের থেকে বার্তাটা পরিষ্কার। বাকি ৩ দিনেও আমরা লড়ে যাব। এখানে ভিন্ন চ্যালেঞ্জ। শেষ ৩ টেস্ট ম্যাচ ভিন্ন ছিল। কেবল ৩ দিন খেলেছি। এখানে যা ফেইস করছি সেসব আগে করতে হয়নি। ফলে ভিন্ন চ্যালেঞ্জে মানিয়ে নিতে হবে। কিছু জায়গায় আমাদেরকে আরও উন্নতি করতে হবে, আমরা সেদিকেই তাকিয়ে আছি।’



মালান আরও বলেছেন, ‘গতকালও কিছু টার্ন দেখা গেছে (উইকেটে)। তবে বাংলাদেশিরা অনেক ভালো স্পিন খেলে। গত কয়েক ম্যাচে আমাদের স্পিনাররা ১৯ উইকেট নিয়েছে। ফলে আমাদের স্পিনাররাও ভালো। এখানের কন্ডিশনে বাংলাদেশ অনেক ভালো স্পিন খেলে। আমরা যদি এমন সুযোগ আরও নিয়মিত পেতে থাকি তাহলে আশা করি সামনে আরও ভালো করতে পারব।’

হেইনরিখ মালান আরও বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আপনাকে ধারাবাহিকভাবে ভালো করে যেতে হবে। যত বেশি টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলবে ছেলেরা তত ভালো করে যাবে। যত বেশি আমরা খেলার সুযোগ পাব তত আরও ভালো হতে পারব আশা করি।’

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে ১২ দল আনার পরিকল্পনা চলছে। বাস্তবায়ন হলে খেলতে পারবে আয়ারল্যান্ডও। বিষয়টি নিয়ে খুশি আইরিশ কোচ, ‘ভালো সুযোগ হবে। নিয়মিত টেস্ট ক্রিকেট খেলতে পারব। যত বেশি খেলতে পারব যত বেশি সুযোগ পাব ঘরে এবং বাইরে, আপনারাও বাইরে গেলে চ্যালেঞ্জিং হবে, আশা করি এভাবে আগাতে পারলেই উন্নতি করতে পারব।’

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জয়কে প্রশংসায় ভাসালেন সাদমান Nov 13, 2025
img
শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা Nov 13, 2025
img
'দ্যা ব্যাটল অফ গালওয়ান' এ এবার নতুন রূপে হাজির হচ্ছেন সালমান খান Nov 13, 2025
img
জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া অস্বীকারটা করলো কে?: জিল্লুর রহমান Nov 13, 2025
img
সরকারে শাটডাউন অবসানে মার্কিন কংগ্রেসে বিল পাস Nov 13, 2025
img
শুভ জন্মদিন কথার জাদুকর Nov 13, 2025
img
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ Nov 13, 2025
img
দীর্ঘ আট মাস পর মসজিদুল হারামের ইমামতিতে ফিরলেন শাইখ ড. ফয়সাল Nov 13, 2025
img
নিখুঁত মুহূর্তের অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করুন : শেফালী শাহ Nov 13, 2025
img
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ Nov 13, 2025
img
রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান Nov 13, 2025
img
নতুন প্রজন্মকে প্রেরণা দিলেন প্রেম চোপড়া Nov 13, 2025
img
কাজ মানসিক অফিসের মত, ঘরেই শান্তি: মনোজ বাজপেয়ী Nov 13, 2025
img
‘ভিলেন না থাকলে হিরোর কোনো দাম নেই’ - অমরিশ পুরী Nov 13, 2025
img
টাকা নয়, সততাই সাফল্যের আসল শক্তি: পঙ্কজ ত্রিপাঠী Nov 13, 2025
img
দিল্লির গাড়ি বিস্ফোরণ ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ কি না স্পষ্ট করলো ভারত Nov 13, 2025
img
হিট হলে আমি জিনিয়াস, ফ্লপ হলে কিছুই জানি না: দুলকার সালমান Nov 13, 2025
img
আলভারেজকে ঘিরে দুই ক্লাবের দ্বন্দ্ব, নতুন সিদ্ধান্তে আতলেতিকো Nov 13, 2025
img
খ্যাতির চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই পালাক মুছালের জীবনের সবচেয়ে বড় অর্জন! Nov 13, 2025
img
হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানানো হবে আজ Nov 13, 2025