বলিউডে সফলতার মুখ হয়ে উঠলেও পঙ্কজ ত্রিপাঠীর ভাবনা যেন আজও মাটির গন্ধে ভরা। সম্প্রতি এক আলোচনায় অভিনেতা জানিয়েছেন, জীবনের প্রকৃত সাফল্য কখনো টাকায় মাপা যায় না। তাঁর কথায়, “টাকা নয়, আকাঙ্ক্ষা, পরিশ্রম আর সততার মাধ্যমেই সত্যিকারের সাফল্য আসে।”
বাংলাদেশের দর্শকের কাছেও পঙ্কজ আজ এক পরিচিত মুখ। মির্জাপুর, মিমি, নিউটন কিংবা গুড়গাঁও প্রতিটি চরিত্রে নিজের সহজ-সরল অভিনয়ে মুগ্ধ করেছেন তিনি। তবে তারকাখ্যাতির ঝলক নয়, পঙ্কজের বিশ্বাস অভিনয় মানেই মানুষের জীবনের গল্পকে সৎভাবে তুলে ধরা।
তিনি বলেন, “আমি ছোট শহর থেকে উঠে এসেছি। শুরুটা ছিল কঠিন, কিন্তু বিশ্বাস হারাইনি। এখনো মনে করি, কাজের সততাই সবচেয়ে বড় শক্তি।” তাঁর মতে, সাফল্য মানে কেবল জনপ্রিয়তা নয়, বরং এমন কিছু করা যা মানুষের মনে ছাপ ফেলে যায়।
বলিউডের এই তারকার জীবনদর্শন এখন অনেক তরুণ অভিনেতার কাছে প্রেরণা। যখন সাফল্যের সংজ্ঞা ক্রমেই গ্ল্যামার আর অর্থে সীমাবদ্ধ হয়ে পড়ছে, তখন পঙ্কজ ত্রিপাঠীর এই বার্তা মনে করিয়ে দেয় সত্যিকার শিল্পী সেই, যিনি খ্যাতির চেয়ে মানবিকতাকে বড় করে দেখেন।
এসএন/আরপি