অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও সালমান খানের মধ্যেকার সুসম্পর্ক বলিউডে বহু পুরোনো। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই সালমান খানের সফরসঙ্গী হন এই অভিনেত্রী। ঠিক সেভাবেই অভিনেতার আসন্ন 'এশিয়ান ট্যুর'-এও সোনাক্ষীর থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই পোস্টারে এলো বড়সড় পরিবর্তন।

সোনাক্ষীর জায়গায় স্থান পেয়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। আর এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। বলিপাড়ার বাতাসে এখন জোর গুঞ্জন, সোনাক্ষী সিনহা নাকি অন্তঃসত্ত্বা। আর সেই কারণেই হয়তো এবার তিনি সালমান খানের সফরের অংশ হতে পারছেন না।
নেটাগরিকদের একাংশের দাবি, সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সোনাক্ষীকে বারবার বালিশ দিয়ে হেলান দিতে দেখা গেছে। তাদের মতে, অভিনেত্রীর এই শারীরিক ভঙ্গি সন্দেহজনক।
এছাড়াও, গোপনীয়তা বজায় রাখতে তিনি ইদানীং বড় আকারের এবং ঢিলেঢালা পোশাক পরছেন বলেও অনেকে মনে করছেন। যদিও এই জল্পনা নিয়ে অভিনেত্রী সোনাক্ষী কিংবা তার স্বামী জাহির ইকবাল, কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও প্রতিবারই তা হেসে উড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতি। কিন্তু এবার সালমান খানের মতো একজন ঘনিষ্ঠ সহকর্মীর আন্তর্জাতিক সফর থেকে হঠাৎ বাদ পড়া এবং নতুন করে ছড়িয়ে পড়া জল্পনা সব মিলিয়ে অনুরাগীরা যেন এবার নিশ্চিত।
আরপি/এসএন