জয়কে প্রশংসায় ভাসালেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে রাজত্ব করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। ইতোমধ্যে নিয়ে ফেলেছে ৫২ রানের লিড। ১৬৯ রান করে ক্রিজে টিকে আছেন মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় দিনে ২৭০ রান নিয়ে খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দ্রুত তাদের অলআউট করেছে বাংলাদেশ। ২৮৬ রানে থেমেছে আইরিশদের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে রাজত্ব করেছেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটিতে এসেছে ১৬৮ রান। সাদমান ৮০ রান করে বিদায় নিলেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। এখনও টিকে আছেন ১৬৯ রান করে। মুমিনুল হককে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে।

সাদমান এবং জয়ের ওপেনিং জুটিতে ভর করেই উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দারুণ শুরুর পর চলেছে দুই ওপেনারের উইলোবাজি। দিন শেষে সন্তুষ্টি ঝরেছে ওপেনার সাদমানের কণ্ঠে। সাথে জয়কেও প্রশংসায় ভাসালেন তিনি।

দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেছেন, ‘না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেরকম প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি। ইচ্ছা ছিল ওপেনিং জুটিটা যদি ভালো হয় তখন নিচে, ওয়ান ডাউন বা যারা আছে তাদের জন্যও ভালো জুটি হবে আশা করি। এভাবে আমরা কথা বলে শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হয়েছে। কাল সারাদিন আছে ইনশাআল্লাহ। ভালো একটা টোটাল যদি দিতে পারি ভালো হবে।’



সাদমান আরও বলেছেন, ‘আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করেছে। এখনও জয় আছে। আশা করি আমাদের যেন ভালো একটা স্কোর দিতে পারে।’

এছাড়া সিলেটের উইকেটে বল টার্ন করবে কিনা এমন প্রশ্নের জবাবে সাদমান বলেছেন, ‘না প্রথম দিনে হাসান মাহমুদ যখন বল করেছে বল কিন্তু টার্ন করেছে। ওদেরও কিছু কিছু বল টার্ন করেছে। যেকোনো উইকেটে ৩ দিনের পর বল কিছু টার্ন করে। উইকেটও ড্রাই আবহাওয়াও ড্রাই ফলে কালকে টার্ন পেতে পারে স্পিনাররা। উইকেট এখানে জিম্বাবুয়ের সাথে যেমন ছিল, বৃষ্টি ছিল কিছুটা। সেজন্য হয়ত প্রথম ইনিংসে (জিম্বাবুয়ের বিপক্ষে) সেভাবে সুবিধা পাইনি আমরা। এবার এখন উইকেটটা ভালো অবস্থায় আছে।’

ওপেনিংয়ে সব ফরম্যাটেই বেশ ভুগেছে বাংলাদেশ দল। এবার এমন শত রানের বিস্ফোরক জুটিতে নিশ্চিতভাবেই দলে বইছে স্বস্তি। সাদমানও খুশি এমন জুটি এনে দিতে পেরে। সাদমান বলেছেন, ‘ওপেনিং জুটি হলে তো দলের জন্য অবশ্যই ভালো। সামনে যে সিরিজগুলো আছে চেষ্টা করব ভালো করার। তা তো অবশ্যই। ভালো জুটি সবসময় ভালো বার্তা দেয়। ভালো জুটি হলে রানটাও ভালো হয়।’

স্পেশাল কোনো কাজ করেই কি সফল হয়েছেন সাদমান? জবাবে টাইগার ওপেনার বলেছেন, ‘আমরা আমাদের প্র্যাকটিস করি। কথা বলি কীভাবে খেললে দলের জন্য ভালো। এগুলোই, এর চেয়ে বেশি স্পেশাল কিছু হয় না।’

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড মুশফিকুর রহিমের, ২১৯। বর্তমানে ১৬৯ রানে অপরাজিত থাকা জয় কি সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারবেন? জবাবে সাদমান ইসলাম জানালেন, 'ইনশাআল্লাহ আশা করি অবশ্যই পারবে। আমাদের উচিত জয় এভাবে ব্যাট করছে অবশ্যই আরও বড় করা উচিত। ভালো পথে আছি আমরা জয়ও ভালোভাবে আগাচ্ছে ইনশাআল্লাহ।'

বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট এটি। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর, ঢাকায়।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘মন্দাকিনী’ চরিত্রে এক সাহসী রূপে প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন Nov 13, 2025
img
নির্বাচন কমিশনে সকলের আস্থা নেই, পুনরুদ্ধারের চেষ্টা করছি: ইসি আনোয়ারুল Nov 13, 2025
img
চট্টগ্রামে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম Nov 13, 2025
img
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের Nov 13, 2025
img
বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান Nov 13, 2025
img
পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি Nov 13, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Nov 13, 2025
img
সুদূর আমেরিকা থেকে সোহেল তাজের কঠোর বার্তা Nov 13, 2025
img
ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক Nov 13, 2025
img
হাসপাতাল থেকে ফেরার পর পাপারাজ্জিদের ধমক দিলেন সানি দেওল Nov 13, 2025
img
পোস্টারে সয়লাব দেশ, এখনই সরানোর নির্দেশ সিইসির Nov 13, 2025
img
নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর Nov 13, 2025
img
জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে : প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মাঠের পারফরম্যান্সেই প্রমাণ দিতে চান রোনালদো Nov 13, 2025
img
ফরিদপুরে অবরোধে ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে Nov 13, 2025
img
৬ মাস আগেই এক মিলিয়নের বেশি হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন: সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী Nov 13, 2025
img

প্রধান উপদেষ্টা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে Nov 13, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন পুলিশ Nov 13, 2025
img
২৩০ বছরেরও বেশি সময় ধরে চলা সেন্টের মুদ্রা উৎপাদনের ইতি টানবে যুক্তরাষ্ট্র Nov 13, 2025