বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। প্রায় দুই দশক পর এ বছর অনুষ্ঠানটি আবারও শুরু হয় এবং ইতিমধ্যে সবগুলো পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়। আঞ্চলিক বাছাই, বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ ও ফাইনাল রাউন্ড শেষে সেরাদের পেয়েছে নতুন কুঁড়ি। আজ ১৩ নভেম্বর তাদের হাতে পুরস্কার তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।
আরপি/এসএন