জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বক্তব্য একই সাথে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। বিলম্ব হলেও বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি আমাদের জন্য আনন্দদায়ক। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নতুন করে সংকট সৃষ্টি করবে।
তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ের প্রাপ্ত নতুন বাংলাদেশে, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে দেশ ও জাতির প্রত্যাশা পূরণ হয় নাই।
প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিলো। অথচ একই দিনে জুলাই সনদের ভিত্তি এবং জাতীয় নির্বাচনের প্রার্থী বেছে নেওয়ার দায়িত্ব দিতে চায় অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে। সংস্কার প্রশ্নের মুখে এবং সংকটে জর্জরিত হলো।
বৃহস্পতিবার সন্ধা ৬ টায় জাগপা’র নীতিনির্ধারকদের সাথে জরুরি বৈঠক এবং রাত ৮ টায় আন্দোলনরত ৮ দলের সাথে বৈঠকের পর পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া এবং প্রয়োজনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে রাশেদ প্রধান জানান।
ইউটি/টিএ