বলিউডের আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সেই কলেজ সহকারীর চরিত্র ‘মিলিমিটার’-এর কথা মনে আছে নিশ্চয়ই! পর্দায় স্বল্প সময়ের উপস্থিতি সত্ত্বেও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর তাকে আর সেভাবে বড় পরিসরে দেখা না গেলেও সদ্যই তাকে নিয়ে এমন এক খবর এল, যা শুনে খুশি হতে পারেন সিনে ভক্তরা।
হ্যাঁ, সেই ‘মিলিমিটার’ খ্যাত অভিনেতা রাহুল কুমার বিয়ে করেছেন। তবে তার স্ত্রী কোনো বলিউড সুন্দরী নন, বরং সুদূর তুরস্কের বাসিন্দা কেজিবান ডোগান। সদ্যই তাদের বিয়ের কিছু ছবি এবং একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা এই অভিনেতাকে নিয়ে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, দিল্লিতে সম্প্রতি এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন রাহুল কুমার ও তার স্ত্রী কেজিবান। সেখানেই তাদের পরিচয় এবং প্রেম প্রকাশ্যে আসে।
কেজিবান ডোগান জানান, তাদের এই প্রেমের কাহিনির সঙ্গে ‘থ্রি ইডিয়টস’-এর গভীর সংযোগ রয়েছে। তিনি বলেন, ‘আমি যখন এই সিনেমাটি দেখেছিলাম, তখন তাকে (রাহুলকে) টেক্সট করি। সে এখানে অভিনেতা ছিল, মিলিমিটার নামে- মনে আছে? এরপর আমাদের কথা শুরু হয়। সেটা প্রায় ১৪ বছর আগের কথা।’ অর্থাৎ, রাহুলের সিনেমার চরিত্রটিই মূলত এই দুইজনের মধ্যে প্রথম সংযোগ তৈরি করে দিয়েছিল।
তবে রাহুল কুমার ও কেজিবান ডোগান গত ৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি তাদের বিয়ের এই ছবি ভাইরাল হলে নজরে আসে নেটিজেনদের। জানা গেছে, এই দম্পতি হিন্দু ও খ্রিস্টান- উভয় রীতিতেই বিয়ে সম্পন্ন করেছেন। অভিনেতা রাহুল নিজেই তাদের বিয়ের ছবিগুলো ইনস্টাগ্রামে প্রকাশ করেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ সেই কিশোর 'মিলিমিটার' এখন পরিণত যুবক। তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মজাদার মন্তব্য করেছেন, যা তার চরিত্রটিকেও স্মরণ করেছে। যেমন এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘মিলিমিটার এখন কিলোমিটার হয়ে গেছে।’
কেএন/টিএ