তামান্না ভাটিয়ার নাচে জমে উঠতে চলেছে চিরঞ্জীবীর নতুন ছবি ‘মনা শংকর সাদ গারু’। ছবিটিতে একটি বিশেষ গ্ল্যামারাস গানে দেখা যেতে পারে তাঁকে, আর এ খবরে ইতিমধ্যেই তোলপাড় চলচ্চিত্রপাড়া।
অনিল রবিপুডি পরিচালিত এই পারিবারিক বিনোদনে নায়নতারার সঙ্গে ক্যাথরিন ট্রেসাও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। ছবির প্রথম গান ‘মিসালা পিলা’ ইতিমধ্যেই ৫ কোটির বেশি ভিউ ছুঁয়ে আলোচনায়। তার ওপর ভীমস সেসিরোলিওর সুরে তামান্নার উচ্চ-উত্তেজনার নাচ যে বড় আকর্ষণ হবে, তা নিশ্চিত।
চিরঞ্জীবী ও রবিপুডির সঙ্গে তামান্নার এটি আরেকটি উল্লেখযোগ্য সহযোগিতা। সব ঠিক থাকলে ২০২৬ সালের বড় উৎসব সংক্ৰান্তিতে ছবির মুক্তির আগে এই গানই হবে দর্শকের জন্য সবচেয়ে বড় চমক।
এবি/টিকে