রোমান্স, পারিবারিক টানাপোড়েন আর প্রবাসী জীবনের অনুভূতি—সব মিলিয়ে নতুন এক গল্প নিয়ে আসছে নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’।মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহিকে নিয়ে নির্মিত এই নাটকটি বছরের শেষ ভাগে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। গল্পে যেমন থাকবে আধুনিক টোন, তেমনি থাকছে মিষ্টি রোমান্টিক-কমেডির ছোঁয়াও।

নাটকের নির্মাতা বি ইউ শুভ একসময় রোমান্টিক নাটকের সমার্থক নাম ছিলেন। নির্মাণশৈলী আর গল্প বলার ধরণ দিয়ে তিনি দর্শকের কাছে আলাদা জায়গা দখল করেছিলেন বহু আগেই। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে বিশেষ দিনগুলোতে তার নাটক দেখার আলাদা অপেক্ষা থাকত দর্শকের। এরই ধারাবাহিকতায় নতুন গল্প নিয়ে ফিরলেন তিনি, তবে পুরো ফোকাস এবার নাটকের দিকেই।
‘শুধু তোমারই অপেক্ষায়’ নিয়ে শুভ জানান, তাঁর ক্যারিয়ারের ৭৪৯টি নাটকের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন সজল, অপূর্ব ও আফরান নিশোর সঙ্গে। বিরতির পর ফিরেও সেই পরিচিত তাল মিলেই কাজ শুরু করতে চেয়েছিলেন তিনি। তবে অপূর্ব ও নিশো বর্তমানে ব্যস্ত থাকায় এবারই প্রথম মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহিকে নিয়ে গল্প সাজিয়েছেন। নতুন জুটি হলেও কাজের বোঝাপড়া ছিল স্বচ্ছ ও সহজ।
এমআর/টিকে