ইরানের উপকূলীয় এলাকার কাছাকাছি হরমুজ প্রণালী থেকে তেলবাহী একটি বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই ট্যাংকার আটকের তথ্য নিশ্চিত করেছে তেহরান।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইরানের উপকূলের কাছাকাছি উপসাগর থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে তেহরান। এর এক দিন আগে, বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ইরান উপকূলে বাণিজ্যিক ট্যাংকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছিল।
এক বিবৃতিতে আইআরজিসি বলছে, ‘‘শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় বিচারিক কর্তৃপক্ষ ‘তালারা’ নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারের কার্গো জব্দের নির্দেশ দিয়েছে। পরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর একটি শাখা ওই ট্যাংকারের গতিবিধি নজরদারির পর জব্দ করেছে।’’
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অনুমোদনবিহীন পণ্য বহন করে আইন লঙ্ঘন করেছে ওই ট্যাংকার। প্রায় ৩০ হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্য বহনকারী ট্যাংকারটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।’’
সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে যাত্রা শুরুর পর হরমুজ প্রণালী হয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল ট্যাংকারটি। পরে ওই এলাকায় তিনটি ছোট নৌকা ট্যাংকারটির কাছে আসে এবং ‘হঠাৎ পথ পরিবর্তনে’ বাধ্য করে।
এর আগে, ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন নৌবাহিনী বলেছিল, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বলেছে, বেশির ভাগ ক্ষেত্রে বাণিজ্যিক ট্যাংকার ও জাহাজ আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন চলাচল করে থাকে।
তবে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে এর আগেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে।
গত বছর সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েল হামলা চালিয়েছে অভিযোগ করে রেভল্যুশনারি গার্ড হরমুজ প্রণালী থেকে একটি কনটেইনার জাহাজ জব্দ করেছিল। ওই সময় তেহরান বলেছিল, জব্দকৃত বাণিজ্যিক জাহাজটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে।
সূত্র: এএফপি।
এমআর/টিকে