নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাত ওরফে চাঁদ (৭) এবং শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)। সম্পর্কে তারা খালাতো ও মামাতো ভাই-বোন।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে চাঁদ ও তাসফিয়াসহ তিন শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে শাহাদাত ও তাসফিয়া পুকুরে পড়ে ডুবে যায়। সঙ্গে থাকা আরেক শিশু দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পুকুর পাড়ে খেলতে গিয়ে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।’
এমআর/টিকে