বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অনেক বড় বড় কথা শেখ হাসিনা বলেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ পালায় না,কোথায় এখন? সন্ত্রাসীদের দল মোদির আশ্রয়ে গিয়েছে। কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলেছে। সেখানে বসে বসে সন্ত্রাসী কার্যক্রমের ট্রেনিং দিচ্ছে। অনেককে দেশে পাঠিয়ে দিচ্ছে বাসে-বাড়িতে আগুন দিতে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) বিএনপির মনোনয়ন পাওয়ায় লালমোহন উপজেলার শাহবাজপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কলকাতা অফিস খুলেছে। আমি তাদের পরামর্শ দিতে চাই- ভারতে যতগুলো প্রদেশ আছে প্রত্যেক জায়গায় গিয়ে তারা অফিস খুলুক, ভারত সরকারের পারমিশন নিয়ে ভারতেই আন্দোলন করুক। বাংলাদেশে তাদের আর আসার প্রয়োজন নেই। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে আমরা আর দেখতে চাই না। আগামী দিনে নির্বাচন হতে যাচ্ছে। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে নিষিদ্ধ করেছে। সুতরাং তাদের পক্ষে আগামী ৩০-৪০ বছরে বাংলাদেশে আসা সম্ভব হবে না। রাস্তায় পেলে তাদেরকে ধরে পুলিশে দিলে পুলিশ ব্যবস্থা নেবে। গত ১৭ বছর অনেক লুটপাট তারা করেছে। বহু মায়ের কোল খালি করেছে, এটার একটা অবসান হওয়া দরকার।
তিনি বলেন, শেখ হাসিনা মানুষকে সমানে খুন করেছে, আয়নাঘর বানিয়েছিল। সেখানে বিএনপির নেতাকর্মীদের, বিরোধী দলের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষকে মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে বন্দি করে রেখেছে। তাদের অপরাধ ছিল ভোট দিতে চেয়েছে। গণতন্ত্র চেয়েছে, কথা বলার অধিকার চেয়েছে। কিন্তু শেখ হাসিনার দুঃশাসনের ফলে তারা সুবিচার পায়নি, বহু মানুষকে হত্যা করেছে, বহু মায়ের কোল খালি করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ।
এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম বাবুল।
এবি/টিকে