বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগ প্রয়োজনে পাকিস্তান-জামায়াতের সঙ্গে হাত মেলাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের পণ্ডিতগ্রামে সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী প্রচার ও মতবিনিময়সভায় এ মন্তব্য করেন দুলু।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ভারতে বসে হাসিনা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। তাদের উদ্দেশ্য যেকোনো উপায়ে বিএনপিকে ঠেকাতে হবে।
প্রয়োজন হলে আওয়ামী লীগ পাকিস্তানের সাথে হাত মেলাবে। প্রয়োজনে আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে হাত মেলাবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
দুলু বলেন, ‘জামায়াত নেতাদের আস্ফালন দেখছি।
তারা বলে গণভোট না হলে নির্বাচন হবে না। জামায়াত যদি এই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চায় তা জাতি কখনো মেনে না। একাত্তরে তাদের ভূমিকা দেশবাসী কোনো দিন ভোলেনি, ভুলবে না। তাদের দেশের মানুষ কোনো দিন ক্ষমাও করবে না।
কিছুদিন আগে তারা ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে। জামায়াতকে দেশের মানুষ চিনে ফেলেছে।’
তিনি বলেন, ‘ধানের শীষ মানুষের অধিকার ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের মানুষ ও নাটোরের উন্নয়নে বিএনপিই সবচেয়ে বেশি কাজ করেছে। আগামী নির্বাচনে নাটোর-২ আসনের সাধারণ মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।
এমকে/টিকে