বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ও ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে হলে আগে গণভোট আয়োজন জরুরি।
তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমেই সেখানে রাজনৈতিক দলের সম্মতি প্রতিফলিত হয়েছে। সবশেষ রাষ্ট্রপতি কর্তৃক জুলাই সনদের আদেশ জারি করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে। কিন্তু গণভোট আয়োজনে জনগণের দাবি উপেক্ষিত হয়েছে।
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, অর্থ সাশ্রয়ের নামে জাতির ভবিষ্যৎ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ গণভোটকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রে সংঘর্ষ হলে সংশ্লিষ্ট আসনের পুরো নির্বাচন বাতিল করার এখতিয়ার কমিশনের রয়েছে। সেক্ষেত্রে গণভোটও বাতিল করতে হবে। এতে অর্থ সাশ্রয় হবে না, বরং দ্বিগুণ ব্যয় হবে। কারণ ভোট বাতিলের পর পুনরায় ভোট আয়োজন করতে গেলে দ্বিগুণ খরচ লাগবে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানার উদ্যোগে আয়োজিত প্রচার মিছিল-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য, পল্টন থানা আমীর (ঢাকা-৮ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব) শাহীন আহমেদ খান।
এছাড়া উপস্থিত ছিলেন- মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ, রমনা থানা আমীর মো. আতিকুর রহমান, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরোয়ার, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিনসহ ঢাকা-৮ আসনের বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
তরুণসমাজের প্রতি আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী তরুণ-যুবসমাজকে সঙ্গে নিয়ে জাতিকে একটি কল্যাণময়, মানবিক ও নিরাপদ বাসযোগ্য দেশ উপহার দিতে চায়। জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত দেশ গড়ে বিশ্ব দরবারে নতুন বাংলাদেশ উপস্থাপন করতে চায়।
তিনি নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়বো মোরা একসাথে, এই স্লোগানের ভিত্তিতে ঢাকা-৮ আসনকে নতুন বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কেএন/টিকে