আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এ দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২৮৫ জনসহ মোট ৩৬৭ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ও কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বালা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ দুটি মামলা দায়ের করেন বলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটিস্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের ছলে শেখ নাইমকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০ জনসহ ৩১৮ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনসহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এছাড়া জেলার কয়েকটিস্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
কেএন/টিকে