ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে আ.লীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ
মোজো ডেস্ক 10:19AM, Nov 16, 2025
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর জামাল।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে জিনোদপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রউফকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে শিবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর জামালকে রাত ১টার দিকে শিবপুর তার নিজ বাড়ি থেকে ও রাত ২টার দিকে শ্যামগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বারকে তার বাড়ি থেকে আটক করা হয়।
আটক আব্দুর রউফের পরিবার জানায়, আব্দুর রউফ বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়েছে, তাই আটকের পর তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে পরিবার উদ্বেগ প্রকাশ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক দেশের একটি গণমাধ্যমকে বলেন, পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে কোন অভিযোগে তারা আটক হয়েছেন, তা পরে জানানো হবে।