কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী এই হামলা চালিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করে সোমবার রাতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি মিঠামইন বাজার প্রদক্ষিণ করে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মিছিল থেকে বের হয়ে হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জানালার কাঁচ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
এসময় সাবেক রাষ্ট্রপতির বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে হামলাকারীরা উপজেলা যুবলীগ নেতা কায়সার আহমেদ পাভেলের বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে। তবে সেখানেও বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।
পিএ/টিএ