বাংলাদেশ-ভারত সাম্প্রতিক ফুটবল দ্বৈরথ উত্তেজনার ডালি নিয়ে হাজির হচ্ছে বটে, প্রতিবেশী দেশটির বিপক্ষে সর্বশেষ জয়ের স্মৃতিটা কিন্তু লাল-সবুজরা ভুলতে বসেছে। ২০০৩ সালের পর থেকে বাংলাদেশের জয় নেই প্রতিবেশী দেশটির বিপক্ষে। ঢাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সে আক্ষেপ ঘোচাতে চায় স্বাগতিকরা।
হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। র্যাংকিংয়ে ভারত এগিয়ে থাকলেও ঘরের মাঠে খেলা বলে বাংলাদেশকে পিছিয়ে রাখার বিন্দুমাত্রও সুযোগ নেই।
ভারতের বিপক্ষে খেলতে তর সইছে তারকা ফুটবলার হামজারও। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা।
সেখানে তিনি লেখেন, ‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর উদ্যম অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’
বাংলাদেশ-ভারত দ্বৈরথে জয়ের পাল্লা ঝুঁকে আছে ভারতের দিকে। দুই দেশের খেলা স্বীকৃত ২৭ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১ বার। বাংলাদেশের জয় সংখ্যা ৩, বাকি ১৩ ম্যাচ ড্র হয়েছে।
দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটি ড্র হয়েছে, আরেক ম্যাচ জিতেছে ভারত। বাংলাদেশ স্বীকৃতি ম্যাচে সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২২ বছর আগে—২০০৩ সালের ঢাকা সাফ চ্যাম্পিয়নশিপে।
পিএ/টিএ