বিএনপি নেতাকে সব পদ থেকে বহিষ্কার

দলীয় শিষ্টাচার ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত জেলা বিএনপির দলীয় প্যাডে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

জেলা বিএনপি সূত্র জানায়, সাম্প্রতিক এক আয়োজনের বিক্ষোভ মিছিলে উত্তেজিত অবস্থায় আকমল হোসেন বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে অশালীন ও অনভিপ্রেত স্লোগান দেন।

ঘটনাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে বিষয়টি উচ্চ পর্যায়ে পৌঁছালে জেলা বিএনপি জরুরিভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। দায়িত্বশীল পদে থাকা নেতাদের কাছ থেকে সংগঠন আরও পরিপক্ব আচরণ প্রত্যাশা করে। তাই গঠনতন্ত্র পরিপন্থি আচরণের দায়ে আকমল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত থেকে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মী একটি মিছিল শুরু হয়। ওই মিছিলে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে দলীয় শিষ্ঠাচার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সব জায়গায় ভাইরাল এবং এ ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।

আকমল হোসেন চৌধুরী রাজবাড়ী পৌর বিএনপির একজন অত্যন্ত দায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি এবং চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এ নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলেও কারণ দর্শানোর লিখিত জবাব দেন আকমল হোসেন চৌধুরী, যা জেলা বিএনপির কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি।

এজন্য রাজবাড়ী পৌর বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সব প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ আজকের তারিখ থেকেই কার্যকর হবে।

বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে দলের শৃঙ্খলা রক্ষার স্বাভাবিক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন-ঘটনার দ্রুত সমাধান দলীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ও স্বচ্ছতার বার্তা পৌঁছে দেবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক, অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছিল। লিখিতভাবে নোটিশের জবাব দিলেও নোটিশের সঠিক জবাব পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সব ধরনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা।

এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়।

টিজে/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ হিসেবেই যুবদল নেতাকে হত্যা : নয়ন Nov 18, 2025
img
ভারতীয়দের নাগরিকদের জন্য দুঃসংবাদ! Nov 18, 2025
img
পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের Nov 18, 2025
img
অখন্ড ২-এ আসছে সিজনের বড় মাস অ্যান্থেম Nov 18, 2025
img
বাজার নিয়ন্ত্রণে রোজার আগেই চাল ও গম আমদানি: অর্থ উপদেষ্টা Nov 18, 2025
img
শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি Nov 18, 2025
img
আনসার বাহিনীর জন্য কেনা হবে ১৭ হাজার শটগান : অর্থ উপদেষ্টা Nov 18, 2025
img
জকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা শিবিরের Nov 18, 2025
img
ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির : মোদি Nov 18, 2025
img
হারল্যান ছেড়েছেন আগেই, নতুন বিজ্ঞাপনে শাকিব খান Nov 18, 2025
img
বিশ্বকাপে জায়গা নিশ্চিতে নেইমারকে ছয় মাস সময় ও চার শর্ত আনচেলত্তির Nov 18, 2025
img
জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন Nov 18, 2025
img
৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Nov 18, 2025
img
৭৯ বাংলাদেশি জেলে সহ ৩ নৌকা জব্দ করে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড Nov 18, 2025
img
সুষ্মিাতা সেনের গল্প: ভয়কে জয় করে আবারো সেটে ফিরে আসা Nov 18, 2025
img
১১ দফা দাবিতে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ Nov 18, 2025
img
ন্যায্য জ্বালানি রূপান্তরে ১২ দফা নাগরিক ইশতেহার প্রকাশ নাগরিক সমাজের Nov 18, 2025
img

হিউম্যান রাইটস ওয়াচ

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না তা নিয়ে উদ্বেগ আছে Nov 18, 2025
ইসলামে জুলুমকারীর শাস্তি | ইসলামিক জ্ঞান Nov 18, 2025
দেয়াল তুলে পথ বন্ধ—বাসিন্দাদের অভিযোগ ‘গায়ের জোরে দখল’ Nov 18, 2025