ক্রিস্টিয়ানো রোনালদোকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণে সাড়া দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর।
মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন আল-নাসের তারকা রোনালদো। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও একই দিনে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
হোয়াইট হাউজের কর্মরত তিন কর্মকর্তা জানিয়েছেন, রোনালদোর যুক্তরাষ্ট্র সফরটি হবে পরিকল্পনা অনুযায়ী। রোনালদোর সঙ্গে সাক্ষাতের আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। তার কয়েকঘণ্টা পর হতে পারে রোনালদো-ট্রাম্পের সাক্ষাৎ।
ট্রাম্পকে নিয়ে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘পৃথিবী শান্তিতে থাকুক, তাই আমাদের লক্ষ্য। ট্রাম্প এমন একজন মানুষ যিনি পৃথিবীকে বদলাতে বা পরিবর্তনে সাহায্য করতে পারেন। আমার মতে তিনি মানুষের জন্য কাজ করতে পারেন। আর আমি এমন মানুষদের সম্মান করি। যদি সম্ভব হয়, তিনি এমন একজন যার সঙ্গে আমি সত্যিই বসে কথা বলতে চাই।’
ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পর রোনালদোকে যুক্তরাষ্ট্রে কখনও জনসম্মুখে দেখা যায়নি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের শিক্ষক ক্যাথরিন মায়োগ্রা রোনালদোর নামে অভিযোগ আনেন। রোনালদো অভিযোগ অস্বীকার করলেও আদালতের রায়ে সাড়ে তিন মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দিয়েছিলেন ওই নারীকে।
এসএস/এসএন