২১ মাস বয়স থেকে মডেলিং শুরু, এরপর ‘দেইভা থিরুমাগাল’ দিয়ে মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে নাম লেখান সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবে প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন। সিনেমার বাইরে প্রায় শতাধিক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
অন্তর্জালে এসেছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ট্রেলার, যা নিয়ে ইতিমধ্যে চলছে চর্চা।
ট্রেলারে রণবীরের সঙ্গে দেখা গেছে সারাকেও। ছবিটিতে জুটি বেঁধেছেন তারা।
সারা অর্জুনের প্রশংসা করে রণবীর সিং বলেছেন, এমন একটি বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। সারা এখানে অসাধারণ।
আমার মনে হয়, সারা, এটা প্রমাণ করে যে হাজার হাজার প্রার্থীকে হারিয়ে এই চরিত্রে অভিনয় করতে পেরেছে।
সারা অর্জুনকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং-এর সঙ্গে তুলনা করেছেন রণবীর। তার মতে, মনে হচ্ছে অভিনয় করার জন্যই সে জন্মেছে।
এরপর অভিনেতা আরো বলেন, ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।
২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা অর্জুন।
আরপি/এসএন