সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউজে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে যোগ দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কও। চলতি বছরে তীব্র বাকযুদ্ধের পর এটি ট্রাম্প ও মাস্কের দ্বিতীয় যৌথ প্রকাশ্য উপস্থিতি।
বিশ্লেষকদের মতে, মাস্কের এ উপস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ও টেসলা প্রধানের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যে শীতলতার ইঙ্গিত দিতে পারে।
গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারে সমর্থন ও অর্থায়ন করেন ইলন মাস্ক। এ বছরের শুরুতে তিনি প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেন এবং ফেডারেল অর্থায়ন ও চাকরি কমানোর দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ডিওজিই-এর নেতৃত্বে ছিলেন।
কিন্তু অল্প সময়ের মধ্যেই দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
মাস্ক সামাজিক মাধ্যমে ট্রাম্পের ব্যাপক কর ও ব্যয় বিলকে অর্থনৈতিকভাবে বেপরোয়া বলে সমালোচনা করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা জানান।
জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলো যে বিপুল সরকারি ভর্তুকি পায়, তা বন্ধ করে দেওয়া হবে।
এ বিরোধ ও মাস্কের ডানপন্থি রাজনৈতিক বক্তব্যের কারণে টেসলার ব্র্যান্ড ইমেজ, বিক্রি ও শেয়ারদরে নেতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্লেষকদের মন্তব্য।
এরপর থেকে দুজনকে একসঙ্গে খুব কমই দেখা গেছে। সর্বশেষ সেপ্টেম্বরে রক্ষণশীল কর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্প–মাস্ককে হাত মেলাতে দেখা গিয়েছিল।
সৌদি যুবরাজ বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন তার আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে।
ট্রাম্পের আয়োজিত এ ভোজসভায় পর্তুগাল তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও উপস্থিত ছিলেন।
টিজে/এসএন