নিজেদের আওতাধীন ভূমি, জমি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা ওয়াসা। সেই লক্ষ্যে ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে সংস্থাটি।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানান গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে ১০ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন।
সচিব মশিউর রহমান খান জানান, গঠিত এই কমিটি ঢাকা ওয়াসার জমির মালিকানা, দখলসত্ব সংক্রান্ত দলিলাদি হালনাগাদ করণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার ভূমি বিভাগের পরিচালককে।
এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলী, উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী সচিব ভূমি বিভাগ এবং অর্থ কর্মকর্তা।
টিজে/এসএন