সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের বিভিন্ন ইসুতে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এদেশের মানুষের জন্য আমরা সকলে বিভাজন ভুলে গিয়ে মিলে মিশে কাজ করি। বিভিন্ন সরকারি অফিসে এখন অনেক সমস্য আছে গত ১৬ বছরের সেই সমস্যা দূর করতে হলে আগামীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে একটি সুষ্টু সন্দর নির্বাচনে উপহার দেই, তাহলে আর কোন সমস্যা থাকবে না।
বুধবার (১৯ নভেম্বর) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সেনবাগ মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল আজিম চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইয়া ও সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মফিজুর রহমান, কালিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সোলেমা বাহার বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লা আল মামুন,উপজেলা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম, বিএনপি নেতা নুরনবী বাচ্চু, ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন করিব ও সাহেব উদ্দিন রাসেল উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ