তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি বুধবার পাঁচ দিনের সফরে ভারতে পৌঁছাবেন। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর এটি দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
গত মাসে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের পরই আজিজির এই সফর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
ভারত বর্তমানে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। তালেবান ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের বাণিজ্য ভারসাম্য আফগানিস্তানের অনুকূলে ঝুঁকে পড়েছে। আফগান আমদানি কমলেও ভারতের বাজারে আফগান রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ভারত আফগানিস্তান থেকে বেশি পণ্য আমদানি করছে, রপ্তানি করছে তুলনামূলক কম।
সফরকালে আজিজি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি দিল্লিতে চলমান ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (আইআইটিএফ)-এও যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে ভারত সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি জানিয়েছিলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য ভারত ও তালেবান যৌথ কমিটি গঠন করবে। আজিজির এই সফর সেই উদ্যোগ বাস্তবায়নের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
কেএন/টিএ