গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
সবার সহযোগিতা কামনা করে নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে তাঁর মূল লক্ষ্য।
একই সঙ্গে নুর বলেন, ‘দশমিনায় একটি রাজনৈতিক চক্র বিভিন্ন চর দখলের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য, চরের নিরীহ লোকদের হয়রানি করার জন্য, মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার বলে চালিয়ে যাচ্ছে। তাদের সাবধান করে বলতে চাই, জনগণকে হয়রানি করে আবার তাদের কাছে ভোট চাইতে হবে মনে রাখবেন। নিরীহ জনগণকে ফাঁদে ফেলে কোনো কাজ সুষ্ঠু হয় না।’
নুর আরও বলেন, ‘গণঅধিকার পরিষদ তৈরি হয়েছে রাষ্ট্র, সমাজ থেকে অন্যায় ও আবর্জনার স্তূপ দূর করার জন্য। আমি কেন্দ্রীয় নেতা হয়ে দশমিনা-গলাচিপা উপজেলার প্রতিনিধি হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। আপনাদের ভালোবাসা নিয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। আপনাদের প্রতিনিধি হয়ে উপজেলার সব উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ।’
জাতীয় রাজনীতি নিয়ে নুর আরও বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার বিষয়ে নুর বলেন, রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। দেশে আবারও ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে নির্যাতন, গুম-খুন ও দখলবাজির যে সংস্কৃতি ছিল, তা কোনো রাজনৈতিক দল বা নেতার মুখোশ হয়ে উঠলে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, যত বড় নেতা হোক না কেন, দখলবাজি-জুলুম করলে এলাকায় জনগণের কাছে কেউ পাত্তা পাবে না।
ইউটি/টিএ