আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন দলটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ‘লেটস রান উইথ ঢাকা-১৫’ ম্যারাথনে অংশ নিয়ে এ কথা জানান তিনি।
আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছর স্বৈরাচেরর বিরুদ্ধে রাজপথে থেকে যে আন্দোলন সংগ্রাম করেছে, সে আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইদের জীবন দিতে হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্রভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। ৫ আগস্টের পর নতুন একটি প্রত্যয় নিয়ে প্রকৃতি গড়ার কাজ করছি। আমরা বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজাতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নতুন কিছু প্রত্যয় ও স্বপ্ন নিয়ে কাজ করছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই তারেক রহমান দেশবাসীর কাছে উপস্থাপন করবেন।’
বিএনপির এই নেতা বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে এগিয়ে যাবে।’
ম্যারাথনের আয়োজক ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘তারেক রহমানের ডাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
ইএ/এসএন