শুভমন গিলের ঘাড়ের চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না। শনিবার আসামের গৌহাটিতে শুরু হতে যাওয়া ম্যাচে ভারত দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক রিশাভ পান্ত। টেস্টে এই প্রথম ভারতকে নেতৃত্ব দেবেন এই উইকেটকিপার ব্যাটার।
ভারত দলের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখনই মাঠে নামলে গিলের ঘাড়ে আবারও ব্যথা বা ‘নেক স্পাজম’ হতে পারে। এ কারণেই তাকে আরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, ৫০-৫০ ঝুঁকি থাকলে গিলকে খেলানো হবে না, তিনি বলেন, 'ও খুব দ্রুতই সেরে উঠছে। কিন্তু সিদ্ধান্ত নেবে ফিজিও আর ডাক্তাররা। পুরোপুরি সুস্থ হলেও খেলতে গিয়ে যদি আবার স্পাজম হয়, তাহলে তো দলই ক্ষতিগ্রস্ত হবে। তাই সামান্য সন্দেহ থাকলেও ওকে আরও বিশ্রাম দেওয়া হবে।' এ চোট তার দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দলেও প্রভাব ফেলতে পারে, যে সিরিজের স্কোয়াড ঘোষণা হবে ২৩ নভেম্বর।
কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলার পরই ঘাড়ে অস্বস্তি অনুভব করে রিটায়ার্ড হার্ট হন গিল। পরদিন সকালে তাকে আর মাঠে নামানো না হওয়ার ঘোষণা দেয় বিসিসিআই। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভারত ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে ম্যাচ হারে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধরনের ঘাড়ের সমস্যায় একটি টেস্ট খেলতে পারেননি গিল।
চেয়েছিলাম বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে, কিন্তু হলো না: মেসিচেয়েছিলাম বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে, কিন্তু হলো না: মেসি
গিলের অনুপস্থিতিতে ভারতকে তার পরিবর্তে বেছে নিতে হতে পারে বি সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল বা নীতিশ কুমার রেড্ডির মধ্যে কাউকে।
গৌহাটির বর্ষপাড়া স্টেডিয়ামের পিচ ইডেনের মতো স্পিন সহায়ক নাও হতে পারে। তাই চতুর্থ স্পিনার রাখার প্রয়োজন দেখা নাও দিতে পারে। যদি সাই সুদর্শন গিলের জায়গায় দলে আসেন, তবে ব্যাটিং অর্ডারে ভারসাম্য বজায় রাখতে অক্ষরের জায়গায় রেড্ডিকে নেওয়ার চিন্তাও থাকতে পারে।
টিজে/টিকে